শুদ্ধাচার
- লিখন মাহমুদ ২৯-০৪-২০২৪

______________
প্রকৃতির সাথে অপ্রকৃতি মিশে
জগাখিচুড়ি হয়েছে,
তাই খেয়েই সবার মিছে
অন্নাভাব ঘুচেছে।
স্বাধীনতার নামে পরাধীনভাবে
সাধারণ জীবন চলছে,
আধুনিকতার নামে সবে
সরল জীবন ভুলেছে।
বলবো পেলে আধুনিক দেবে
অন্নদামঙ্গল পাল্টে দিয়ে,
আমার সন্তান যেন বেড়ে ওঠে
সূবর্ণ সবুজের মাঝে।
______________________
ভূইগর
২৪/০৮/২০১৬ খ্রি.

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।